গোয়ালন্দে কৃষি উন্নয়ন মেলায় প্রদর্শনীতেপ্রথম স্থান অর্জন করেছে গোয়ালন্দে তরুণ উদ্যোক্তা হুমায়ূন আহমেদ।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন মেলায় ১১ টি স্টলের মধ্যে কৃষি পণ্য প্রদর্শনী ও মেলায় প্রথম স্থান অর্জন করেছে গত অর্থ বছরের পুরস্কার প্রাপ্ত সেরা কৃষক ও তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হুমায়ূন আহমেদ।( ১ জুন) মেলার শেষ দিনে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ খোকনুজ্জামান প্রথম স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন।তরুণ উদ্যোক্তা হুমায়ূন আহমেদ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তোরাব শেখের পাড়া এলাকার একজন বসবাসকারী।এছাড়া এই প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) এর স্টল। তৃতীয় স্থান অর্জন করেছে কালোজিরা ও মধু স্টল।
সোমবার (২৯মে)তিন দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে কৃষি মেলার -২০২৩ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।