রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন, হুমায়রা সুলতানা। তিনি শরিয়তপুর জেলার নরিয়ার বাসিন্দা। সাবেক এসিল্যান্ড নূরজাহান আক্তার সাথী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকার ডেমরা সার্কেলে পদায়িত হয়েছেন।
৩৭ তম বিসিএস ক্যাডার হুমায়রা সুলতানা ঢাকা ডিসি অফিসে কর্মরত ছিলেন। সেখান থেকে ৩০ মে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
তার স্বামী ৩৬ তম বিসিএস ক্যাডার।তিনি ঢাকার তেজগাঁ রাজস্ব সার্কেলের এসিল্যান্ড হিসেবে কর্মরত রয়েছে।
যোগদান করা এসিল্যান্ড হুমায়রা সুলতানা রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দাদের সর্বোচ্চ ভূমি সেবা প্রদান করবেন।একই সাথে সকল কাজ সুন্দর ভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ঠদের সহযোগিতা কামনা করেন।