রংপুরে নির্মাণাধীন একটি লিফটের গর্তে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে পাঁচ ঘন্টা ধরে নিখোঁজ ছিল ৮ বছরের শিশু তামাম সরকার। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর চকবাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তামাম সরকার পীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে। তামাম আশরতপুরের ক্রিয়েটিভ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ওই বহুতল ভবনটিতে পীরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু পরিবার-পরিজন নিয়ে ভাড়ায় ওঠেন। সন্ধ্যা ৭টার দিকে সকলের অগোচরে তার ৮ বছরের ছেলে মাহাদিন ইসলাম তামাম সরকার নিচে নামে। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
খবর পেয়ে পুলিশ এসে ভবনটির নির্মাণাধীন লিফটের গর্তের পানিতে তামামের পায়ের সেন্ডেল ভেসে থাকতে দেখে। এতে সন্দেহ হলে গর্ত থেকে পানি অপসারণ করে সেখান থেকে রাত ১২টায় তামাম সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।