গোয়ালন্দঘাট থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেনসিডিল সহ একজন ব্যবসায়ি গ্রেফতার হয়।এস আই (নিঃ)/এ এস এম ইসা খান,সঙ্গীও ফোর্স'সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে দৌলতদিয়ার সকিননস্থ বাংলাদেশ হ্যাচারি নামক মুরগির ফার্মের সামনে রাজবাড়ী টু ঢাকা গামী হাইওয়ে রাস্তার উপর চেক পোস্ট করে সোনালী পরিবহন নামক যাত্রী বেশি মাদক ব্যবসায়ী মোঃ এস.এম ইমরান(৩০), পিতা-টিপু সুলতান, মাতা -আকলিমা সুলতানা,সং-ফুল সারা, থানা -চৌগাছা,জেলা যশোর।১৮ বোতল মাদক ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।মূল্য অনুমান ৩৬০০০ হাজার টাকা
আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।