রাজবাড়ীতে ৫ বোতল ফেন্সিডিলসহ ডজনখানেক মামলার আসামী বিল্লাল সহ আটক দুই।
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার এম.এম. শাকিলুজ্জামান এর নির্দেশনায় অদ্য ২১-০৫-২৩ খ্রিঃ তারিখ ২০:৪৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই সনজিব জোয়াদ্দার, এএসআই মোঃ মফিজুল ইসলাম, এএসআই শরীফুল ইসলাম, এএসআই মোঃ শফিকুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন চর লক্ষীপুর সাকিনস্থ জনৈক মোঃ হিরু সরদার, পিতা-মোঃ বাবর আলী সরদার এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ ইফতি হক সৌরভ (৩৪), পিতা-এনামুল হক, সাং-সজ্জনকান্দা, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ০১(এক) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ সহ আটক করেন।
পরবর্তীতে তার দেয়া তথ্য মতে মাদক সম্রাট আসামী বিল্লাল এর বসত বাড়ী হতে একই তারিখ ২১.১৫ ঘটিকায় আসামী মোঃ বিল্লাল শেখ ওরফে বিল্লাল হোসেন (৪৭), পিতা-মৃত আহম্মদ আলী শেখ, মাতা-মোসা: আছিয়া বেগম, সাং-চর লক্ষীপুর (মধ্যপাড়া), থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে আরো ০৪(চার) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করেন। উদ্ধারকৃত ফেন্সিডিলের অবৈধ বাজার মূল্য অনুমান পনের হাজার টাকা। সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় যে, ধৃত আসামী মোঃ বিল্লাল শেখ ওরফে বিল্লাল হোসেন এর বিরুদ্ধে মোট ১২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।