প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, বিএনপি-জামায়ত ও স্বাধীনতা বিরোধি চক্রের দ্বারা প্রকাশ্য হত্যার হুমকি এবং দেশ ব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজবাড়ীতে আওয়ামী লীগ, জেলা যুবলীগ,জেলা ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে রাজবাড়ীতে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এই মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান হয়ে বাজার প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি চত্বরে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সভায় জেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতারা বক্তৃতা করেন। এবং বিএনপির দেশ ব্যাপি সকল নৈরাজ্যের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দেন।