গায়েবী মামলা ও নির্বিচারে গন গ্রেপ্তার, মিথ্যা মামলা পুলিশি হয়রানি সহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি,বিদ্যুতের লোডশেডিং, এবং সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ (২০ মে) রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে এক জনসমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল আবদীন ফারুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য। প্রধান বক্তা শামা ওবায়েদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি জনাব,খন্দকার মাসুকুর রহমান, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সেলিমুজ্জামান সেলিম,বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, রাজবাড়ী। নাসিরুল হক সাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, রাজবাড়ী। এ্যাডঃ আসলাম মিয়া, সহ-সভাপতি, কৃষক দল কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম আহবায়ক,জেলা বিএনপি রাজবাড়ী।জনাব,হারুন-অর-রশীদ, সাবেক সাধারণ সম্পাদক,জেলা বিএনপি,রাজবাড়ী।
সঞ্চালনায় এ্যাডঃ কামরুল আলম, সদস্য সচিব, জেলা বিএনপি, রাজবাড়ী। সহকারী সঞ্চালক জনাব,রেজাউল করিম পিন্টু, যুগ্ম আহবায়ক,জেলা বিএনপি রাজবাড়ী। সভাপতিত্ব করেন এ্যাডঃ লিয়াকত আলী বাবু,আহবায়ক জেলা বিএনপি রাজবাড়ী।
এসময় প্রধান অতিথি তার বক্তিতায় বলেন, এই সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় সহ সব কিছুর দাম উর্ধগতি, বিদ্যুৎতের লোডশেডিংয়ে দেশবাসী অতিষ্ঠ। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন,নির্দলীয় সরকারের অধীনে দিতে হবে।