মাদক কারবারি শান্ত ও তার দুই বিক্রয়কর্মী ১০(দশ) গ্রাম হেরোইন সহ আটক।
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট এলাকায় শনিবার ২০-০৫-২৩ খ্রিঃ তারিখ 13:25 ঘটিকার সময় ডিবি পুলিশে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জনাব মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ আশরাফ আলী, এএসআই শরীফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন সবদুল খার পাড়া সাকিনস্থ জনৈক মোঃ বিল্লাল মন্ডল (৫০), পিতা-মৃত বক্কার মন্ডল এর মেহগনি বাগানের ভিতর হতে আসামী ১। মোঃ রেজাউল শেখ ওরফে শান্ত (৩৮), পিতা-মৃত জনাব আলী, কুমড়াকান্দি (গোয়ালন্দ পৌরসভা, ওয়ার্ড নং-০৪) ২। মোঃ জাহিদ শেখ (৩২), পিতা-মোঃ মানিক শেখ ওরফে মানিক ডাক্তার, সাং-মৃধা ডাঙ্গা, ৩। মোঃ আজিদ প্রামানিক (৫৫), পিতা-মৃত মজিদ প্রামানিক, সাং-গফুরমাদবার পাড়া, সর্ব থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদেরকে সর্বমোট ১০(দশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ হাতে নাতে আটক করেন। উদ্ধারকৃত হিরোইনের অবৈধ বাজার মূল্য অনুমান এক লক্ষ টাকা।
সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় যে, ধৃত আসামী মোঃ রেজাউল শেখ ওরফে শান্ত এর বিরুদ্ধে ১। (1R46C) রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-২৬, তারিখ-২৮ আগস্ট, ২০২২; জি আর নং-২৭২, তারিখ-২৮ আগস্ট, ২০২২; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ৮(ক)/৩৬(৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। (1W6P4) রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-৩৬/১০৮, তারিখ-২৯ মার্চ, ২০২২; জি আর নং-১০৮, তারিখ-২৯ মার্চ, ২০২২; ধারা-৩৬(১) সারণির ৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।
এ সংক্রান্তে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এই অভিযান অব্যহত থাকবে।