গোয়ালন্দ পৌরসভার ময়লা,আবর্জনা দিয়ে জৈব স্যার তৈরি করার জন্য, ডামপিং পয়েন্টের রাস্তার উদ্বোধন করলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল।
নজরুল ইসলাম মন্ডল বলেন, শহরকে সুরক্ষিত রাখার জন্য ডাম্পিং পয়েন্ট এর উদ্যোগ নিয়েছি সরকার অনুমোদন দিয়েছে পাবলিক হেলথ এর মাধ্যমে করতে যাচ্ছি, টেন্ডার প্রক্রিয়া শেষের দিকে । তিনি আরও বলেন ডাম্পিং পয়েন্ট করতে ১৬ ফিট রাস্তা দরকার। এটা সম্ভব হয়েছে উজানচর চেয়ারম্যানের জন্য, এখানে একটা ডাম্পিং পয়েন্ট হলে শহরে পরিণত হবে, লাইট জ্বলবে। বিকাল ও সন্ধার পরে মানুষ দেখতে আসবে ।
এ সময় উপস্থিত ছিলেন উজানচরের চেয়ারম্যান মোহাম্মদ গুলজার, ব্যবসায়ী পরিষদের সভাপতি , ঢাকা থেকে আগত ঠিকাদার বৃন্দ, পাবলিক হেলথের নেতৃবৃন্দ মোহাম্মদ শহিদুল ও মোহাম্মদ মেহেদী সহ স্থানীয় নেতৃবৃন্দ।