কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগামী ২০ মে রাজবাড়ীতে বিএনপির জনসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তৃতা করেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ হারুন। পৌর বিএনপির আহবায়ক মাহবুব চৌধুরী দুলাল, বিএনপি নেতা মঞ্জরুল আলম দুলাল,গাজী আহসান হাবিব, বালিয়াকান্দি উপজেলা বিএনপির আহবায়ক গোলাম শওকত সিরাজ,পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী,সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন,যুব দলের সভাপতি খায়রুল আনাম বকুল,জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম (রোমান) প্রমুখ।
এসময় জেলা উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভা সঞ্চালনা করেন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু। সভায় বক্তৃরা বলেন,সকল ভেদাভেদ ভুলে আগামী ২০ মে জনসমাবেশ সফল করতে হবে। এই সমাবেশের মাধ্যমে শুরু হবে মূল আন্দোলন। নির্বাচনের বাঁকী এখনও কয়েকমাস। দল নির্বাচনে আসলে এবং যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। তবে এ সরকারের অধীনে নির্বাচন নয়। নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বচন দিতে হবে। আওয়ামী লীগের পায়ের নীচে মাটি নাই। যার কারনে তারা মরন কামড় দেবে। আর এ কামুড়ে বিএনপিকে টিকে থাকতে হবে। ব্যাপক জনসমাগম সৃষ্টি করতে সকলকে প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীকে আনতে হবে।