রাজবাড়ীতে ঐতিহাসিক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। আরো বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী ত্বন্নী প্রমূখ।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।পরে আলোচনা সভা শেষে প্রদান মন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য দোয়া করা হয়।