মঙ্গলবার বিকালে রাজবাড়ীর সদর উপজেলায়, রিকশা চালকসহ দরিদ্রদের আর্থিক সহযোগিতার চেক দিয়েছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এ উপলক্ষে জাতীয় সংসদ সদসস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত চেক বিবতণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস,ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম পিয়াল,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার প্রমুখ।
পরে ৮৯ জন রিকশা চালক ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ৩লাখ ৭৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।