পাবনা জেলার ঈশ্বরদী এলাকা থেকে ডাকাতি করে ফেরার পথে লুন্ঠিত মালামালসহ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র চেকপোষ্টে দুর্ধষ ডাকাত মোঃ শহিদুল ইসলাম ওরফে শহিদ (২৮) কে গ্রেপ্তার করেছে।
তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পানপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান মাতুব্বরের ছেলে। তার কাছ থেকে লুন্ঠিত ছয় ভরি ২ আনা ৮ পয়েন্ট রুপার নুপুর এক জোড়া, এক ভরি সাত আনা ৪ রতি ২ পয়েন্ট ওজনের রুপার চেন একটি, রুপার পাথর সেটিং করা দুল ৮ আনা ৩ রতি ৫ পয়েন্ট ওজনের ১ জোড়া, ১ রতি ৩ পয়েন্ট ওজনের স্বর্ণের ধান তাবিজ ১টি, সোনালী রংয়ের ক্যামিক্যাল চুড়ি ১ জোড়া, সোনালী রংয়ের কেমিক্যাল কান পাশা ১ জোড়া, একটি ঘিয়ে রংয়ের পাঞ্জাবী, ঘিয়ে রংয়ের জানালার পর্দা ৪টি, ছাপার ফুল হাতা শার্ট ১টি, খয়েরী রংয়ের ফুল হাতা শার্ট ১টি, কালো রংয়ের পুরাতন স্কুল ব্যাগ, কালো রংয়ের ডিজিটাল হাত ঘটি ১টি, বাংলাদেশী ১০০০ টাকার নোট ৩০টি, মোবাইল সেট ১টি।
গত রবিবার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালী উপজেলার দূর্গাপুর গ্রামের হাশেম মিয়ার কীটনাশক দোকানের সামনে উপর চেকপোষ্ট ডিউটি করা কালে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, আন্তঃ জেলা ডাকাত চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৬টি ডাকাতি মামলা রয়েছে। ডাকাতির ঘটনার বিষয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানায় দাদপুর গ্রামের মজনু সরদারের ছেলে রনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।