রাজবাড়ী শহরের পশু হাসপাতাল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিপন সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মতিয়াগাছি গ্রামের জলিল সরদারের ছেলে।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার সময় রাজবাড়ী শহরের পশু হাসপাতাল এলাকায় কাভার্ড ভ্যান পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
রাজবাড়ী থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, এ এইচ খান কোম্পানীর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩৩৪৪৮) পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রিপন সরদার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে।