আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের এমপি প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য, জনগণের সমর্থন আদায়ের লক্ষে রাজবাড়ীতে আগাম নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন, সদর উপজেলার মূলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের সহকারী কর্মীপ্রধান আব্দুল মান্নান মুসল্লী। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের আজাদী ময়দান থেকে মান্নান মুসল্লীর নের্তৃত্বে শহরে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক সহ বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আজাদী ময়দানে এসে শেষ হয়।
পড়ে সেখানে কর্মীদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন আব্দুল মান্নান মুসল্লী। তিনি জাকের মঞ্জিলের জাকের কর্মী গ্রুপের রাজবাড়ী জেলা সহকারী প্রধান।