সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড ১৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে সাত হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৩৭৭ জন এবং মোট মৃতের সংখ্যা ৫৪ লাখ ২১ হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে।
সূত্রমতে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাচঁ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৬৮৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ২২ হাজার ৮৯২ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ৯৭৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ৫৯ হাজার ৯৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
ভারতে মোট তিন কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮৮৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮০ হাজার ৫৯২ জনে। মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে দেশটি।
বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ জন। মোট মৃত্যু ২৮০৬৩ জন। নতুন শনাক্ত ৪৯৫ জন। গতকাল ছিলো ৩৯৭ জন। সুস্থ ৩৭২ জন। মোট টেস্ট ২০৯১৪ টি। শনাক্তের হার ২.৩৭%।