শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অস্ত্র ও গুলি উদ্ধার

    পাংশায় গুলি করে শিক্ষক হত্যায় পাঁচ সন্ত্রাসী গ্রেফতার

    রাজবাড়ী প্রতিনিধি

    ৬ মে, ২০২৩ ০৭:০২ পূর্বাহ্ন

    পাংশায় গুলি করে শিক্ষক হত্যায় পাঁচ সন্ত্রাসী গ্রেফতার

    রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান মুকুলকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সেই সাথে তাদের কাছ থেকে একটি একনলা বদুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

     

    গ্রেফতারকৃতরা হলো, শাকিবুল হাসান, আকাশ সরকার, রামপ্রসাদ সরকার, বিজয় কুমার সরকার ও বাদল সরকার। গ্রেপ্তারকৃতরা সকলেই পাংশা উপজেলার হাটবনগ্রাম এলাকার বাসিদা। 

     

    শুক্রবার(৫ মে) রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

     

    সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার পাংশা সার্কল সুমন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (প্রবেশনাল) আসলাম সাগর, পাংশা মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মাসুদুর রহমান, ডিআইও-১ মো: সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

     

    সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, গত ৩০ এপ্রিল রাতে নিজের সারের দোকানের হালখাতা শেষে বাড়ি ফিরছিলেন পাংশা পাইলট উচ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান মুকুল। বাজার থেকে একটু দূরে সন্ত্রাসীরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিতে পথরোধ করে। এক পর্যায় মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানারা বেগম পাংশা মডেল থানায় অজ্ঞাত আসামী করে মামলা করে, পুলিশ হত্যাকান্ডের সাথে জরিত ৫ জনকে গ্রেপ্তার করে ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের জন্য হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করে।

     

    এ ঘটনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলন, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দিপংকরসহ থানা পুলিশের একাধিক টিম কাজ করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

     

    উল্লখ্য শিক্ষক হত্যার ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছিল ,পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসায় কিছুটা স্বস্তির দেখা মিলেছে বলে জানান এলাকার মানুষ। এ ঘটনায় ঘটনার পরদিন ১লা মে বিশাল মানববন্ধন করেন পাংশা কালুখালী উপজলা শিক্ষক কল্যাণ ট্রাসর ব্যানার হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী সুধি সমাজ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর