রাজবাড়ীর গোয়েন্দা শাখার সদস্যরা জেলা সদরের গোপালপুর এলাকা থেকে কেজি গাঁজাসহ মোঃ লতিফ মোল্লা (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার বিকালে এই অভিযান পরিচালনা করা হয়। লতিফ মোল্লা ওই গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান-এর নেতৃত্বে, এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মোঃমোতালেব হোসেন, এএসআই মোঃ আশরাফ আলী, এএসআই কাশেম মিয়া, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার সদর থানাধীন গোপালপুর সাকিনস্থ জনৈক মোঃ লতিফ মোল্লার বাড়ীর দো-চালা টিনের ঘরের ভেতর থেকে ১লাখ ২০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করে। সে সময় একই গ্রামের কাশেম মোল্লার ছেলে মোঃ লাল চাঁদ মোল্লা (৩৮) কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামী মোঃ লাল চাঁদ মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।