শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাংশায় স্কুল শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন

    রাজবাড়ী প্রতিনিধি

    ১ মে, ২০২৩ ০৮:০৬ অপরাহ্ন

    পাংশায় স্কুল শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন

    রাজবাড়ীর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গন্থাগারিক ও তথ্য বিজ্ঞান) মিজানুর রহমান মুকুকে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার দুপুরে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে সহকর্মী শিক্ষক ওশিক্ষার্থীরা।

    পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে পাংশা ও কালুখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি আখরজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম’র সঞ্চালনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তৃতা করেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন খান, কালুখালী উপজেলার আয়না আর্দশ একাডেমির প্রধান শিক্ষক শাহজাহান আলী, শাজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টার, মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হরিনাডাঙ্গা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বিশ্বাস, হাবাসপুর কে,রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁদ আলী শিকদার, লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন, নুরুজ্জামান মিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়াত আলী, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, রুপিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সামসুল আলম প্রমুখ ।

    বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচী নিয়ে মাঠে নামবেন শিক্ষক সমাজ। এ মানববন্ধন কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তি বর্গ, জনপ্রতিনিধি, সুশিল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।সোমবার দুপুরে প্রিয় কর্মস্থল পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম নামাজে জানাযা ও পরে নিজ গ্রামের জানাযার নামাজ শেষে দাফন করা হবে।

    পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর