"বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন" -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ২৬-২৮ এপ্রিল তিনদিন ব্যাপী লিগ্যাল এইড মেলার শুভ উদ্বোধন করা হয়। বুধবার (২৬ এপ্রিল) সকালে সাড়ে ৯টায় এ মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলার বিভিন্ন ট্রাইব্যুনালে কর্মরত জেলা জজ পদ মর্যাদার বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফকুুজ্জামান বিপিএম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ আহছান উল্লাহ খন্দকার ও সেক্রেটারি এড. মোঃ আবু তাহের, জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র জেল সুপার, সিনিয়র তথ্য অফিসার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং বিচারপ্রার্থী সাধারণ জনগণ।
মেলা উদ্বোধনকালে জেলা লিগ্যাল এইড কমিটি কুমিল্লা'র চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন- সরকারি খরচে আইনি সেবা প্রাপ্তির বিষয়টি ইতোমধ্যে সমাজের সুবিধাবঞ্চিত, অসচ্ছল, দরিদ্র বিচারপ্রার্থী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি আশা প্রকাশ করেন, লিগ্যাল এইড মেলা সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে। উদ্বোধন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়সহ উপস্থিত অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সাথে ওৎপ্রোতভাবে সম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস, পুলিশ প্রশাসন, জেলা লিগ্যাল এইড অফিস, কেন্দ্রীয় কারাগার, বিজ্ঞ লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, ব্লাস্ট, এইড-কুমিল্লা, ইয়াং উইমেন ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনসহ মোট ৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ আদালত প্রাঙ্গণে উপস্থিত বিচারপ্রার্থী জনগণের মাঝে ভিডিও ও স্থির চিত্রপ্রদর্শন, লিফলেট বিতরণ ও সরাসরি তথ্য প্রদানের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরেন।
উল্লেখ্য যে, আইনের আশ্রয় লাভের অধিকার প্রতিটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আর অসহায় ও দরিদ্র নাগরিকদের আইনি প্রতিকার বা আইনের আশ্রয় পাওয়ার অধিকারকে কার্যকর করতে সরকারি খরচে আইনগত সহায়তা বা লিগ্যাল এইড প্রদানের লক্ষ্যে “আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০” প্রণীত হয়েছে। এই আইনটি সমানাধিকরণ প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের এক অভাবনীয় উদ্যোগ। এই আইনের ধারা ২ (ক) অনুযায়ী আইনগত সহায়তা অর্থ-আর্থিক অসচ্ছল অথবা নানাবিধ আর্থ-সামাজিক কারণে ন্যায় বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীকে আইনি সহায়তা প্রদান করা। সরকারের এই মহতী প্রয়াসকে সর্বোচ্চ প্রচারণার মাধ্যমে এর সুফলকে তৃণমূল পর্যায়ে বিচার বঞ্চতি অসহায় ও দরিদ্র জনগণকে জানানোর লক্ষ্যে এবং সাধারণ মানুষের কাছে সরকারি আইনি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রতিবছর ২৮ এপ্রিল সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে থাকে। উক্ত দিবসকে কেন্দ্র করেই আয়োজিত হচ্ছে লিগ্যাল এইড মেলা। সরকারি ও বেসরকারি অংশীজন ও সুবিধাভোগীদের সম্মিলিত অংশগ্রহণে এই দিবস পালনের মাধ্যমে আইনগত শিক্ষার প্রসার, আইনগত তথ্য সহজ লভ্যকরণ, ন্যায় বিচারে সহজ অভিগম্যতা, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত সরকারের এই কল্যাণমূলক সেবা সম্পর্কে সর্বস্তরের মানুষকে অবহিতকরণসহ সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধি করা হয়ে থাকে।
এদিকে, ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস উপলক্ষে আসছে শুক্রবার কুমিল্লা আদালত প্রাঙ্গণে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, স্মরণিকা প্রকাশ, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীকে সম্মাননা প্রদানসহ ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটি।