বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করেছে ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপ। রোববার স্কাউট সদস্যদের বিভিন্ন বিষয়ের উপর তাদের দক্ষতা বৃদ্ধিতে অর্জনকৃত সার্টিফিকেট প্রদান করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসডিসিএম এর প্রজেক্ট ম্যানেজার ও ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপের প্রধান উপদেষ্টা সোহেল আকতার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো ওব্যাট স্কাউট গ্রুপ চট্টগ্রাম এর সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, ওব্যাট স্কাউট গ্রুপের উপদেষ্টা মনজুর আলী, ওব্যাট প্রাইমারী স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা রোজী আক্তার, ওব্যাট স্কলারশিপ সুপারভাইজার সিতারা আক্তার, ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগানের প্রধান শিক্ষিকা রাজিয়া পারভীন, ওব্যাট থিংক ট্যাংক কর্ণফুলী চট্টগ্রামের সভাপতি ইমরান হোসেন সাখাওয়াত সহ ১৫০জন স্কাউট সদস্য, থিংক ট্যাংক সদস্যবৃন্দ, এসএসসি, এইচএসসি শিক্ষার্থীবৃন্দ।

ওব্যাট জুনিয়র হাই স্কুল -সেগুনবাগানের সহকারি প্রধান শিক্ষক ও ওব্যাট স্কাউট গ্রুপ চট্টগ্রামের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন্স এর শিক্ষার্থীদের একাংশ। সোহেল আকতার খানের পরিচালনায় উক্ত অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপের সদস্যদের প্রতিক্রিয়ায় বলেন, তাদের সফলতার জন্য ওব্যাট একমাত্র সহযোগিতায় বিশেষ ভূমিকা পালন করে। তারা বিশেষ ভাবে ওব্যাট হেল্পার্স কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।