ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মামার ভোট পর্যবেক্ষণ করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু’র জিএস গোলাম রাব্বানী। মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, নিজ গ্রামের বাড়ির পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার মামা চেয়ারম্যান পদপ্রার্থীর পর্যবেক্ষক হিসেবে ছিলেন গোলাম রাব্বানী। জাল ভোট নিয়ে উত্তেজনার এক পর্যায়ে এক পর্যায়ে প্রতিপক্ষ তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। এতে তার হাতের আঙ্গুলে আঘাত লাগে।
পরে রাব্বানী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তিনি জাল ভোট দেওয়ার কাজে বাধা দিয়েছিলেন। তাই তার ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি আরও অভিযোগ করেন প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোশারফ মোল্লার সমর্থকরা তার ওপর হামলা করে। এ সময় তিনি হাতের আঙুলে আঘাতপ্রাপ্ত হন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. চৈতালী জানান, রাব্বানীর হাতের একটি আঙুলে আঘাত লেগেছে। আঙুলটিতে আঘাত হাড় পর্যন্ত পৌঁছেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।