র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শাইখ আখতার এবং স্কোয়ার্ড কমান্ডার এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে ২৩ মার্চ ৩ টা ৫০ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী থানার হোগলাডাঙ্গী এলাকা থেকে মোটরসাইকেল চোরাচলান চক্রের প্রধান আসামীসহ দুইজন সক্রিয় সদস্য গ্রেপ্তার করে।

ফরিদপুর এবং রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় মোটরসাইকেল চুরি হয়। এ সকল ঘটনা পর্যবেক্ষণ করে ফরিদপুর ক্যাম্পের গোয়েন্দা দল এ বিষয়গুলোতে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কালুখালী থানাধীন হোগলাডাঙ্গী গ্রামে মোটরসাইকেল চোরাচালান চক্রের মূল হোতা মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ(৩৬) এবং তার দুই সক্রিয় সদস্য মোঃ রিজভী মাহমুদ রিফাত (২৫) ও মোঃ সুইট মন্ডল(২৮) একটি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়ার্ড কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামিদের কালুখালী থানায় হস্তান্তর করা হয়।