রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা তিনটায় অফিসার্স ক্লাব মুক্তমঞ্চ,রাজবাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী।
আরও উপস্থিত ছিলেন মোঃ ইমদাদুল হক বিশ্বাস, মোঃ ফকির আবদুল জব্বার,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজবাড়ী। উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলার সাংবাদিক ও ইলেকট্রিক মিডিয়া। এসময় জেলা প্রশাসক আবু কায়সার খান বাচ্চাদের মাঝে বই বিতরণ করেন।