“১৭ মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করে চট্টগ্রামের ওব্যাট প্রি স্কুল। এই সময় উপস্থিত ছিলেন আইএসডিসিএম ও ওব্যাট হেল্পার্স চট্রগ্রামের এডুকেশন সুপার ভাইজার মনজুর আলী, ওব্যাট প্রি স্কুল বাংলাদেশের ইনচার্জ রাজিয়া সুলতানা, আইএসডিসিএম ও ওব্যাট হেল্পার্সের প্রজেক্ট ম্যানেজার সোহেল আকতার খান, আইএসডিসিএম চট্টগ্রামের প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন।

শিশুদের কোরআন তেলওয়াত, হামদ, নাত, ছড়া, কবিতা, সংগীত, নৃত্য সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে সম্পন্ন হলো জাতীয় শিশু দিবস। এই সময় উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান চট্টগ্রামের প্রধান শিক্ষিকা রাজিয়া পারভীন, সহকারি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, খান একাডেমি চট্টগ্রামের ইনচার্জ চম্পা বিনতে ইসমাইল, ওব্যাট স্কলারশীপ সুপারভাইজার সিতারা আক্তার ও প্রি স্কুল এর শিক্ষিকা শারমিন, রোজিনা আক্তার, সোহানী, সহ শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম জন্ম বার্ষিকী উদযাপন করে ওব্যাট প্রি স্কুল চট্টগ্রামের কোমলমতি শিক্ষাথীবৃন্দ। এই সময় সার্বিক শৃঙ্খলা রক্ষায় কাজ করে ওব্যাট হেল্পার্স কতৃক পরিচালিত ওব্যাট থিংক ট্যাংক কর্ণফুলীর সদস্যবৃন্দ।