দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার (১১ মার্চ) সকাল ১০ টায় রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
এই মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ জহুরুল হক শাহজাদা মিয়া। বিশেষ বক্তা ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল আলম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম (রোমান)।

মানববন্ধনে আলহাজ্ব জহুরুল হক শাহ জাদা মিয়া বলেন, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল, ডাল, তেল কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে র্নিদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আজকের এই মানববন্ধন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে।