ওব্যাট হেল্পার্সের অর্থায়নে এবং আইএসডিসিএমের বাস্তবায়নে ওব্যাট আইটি সেন্টার শিক্ষিত যুবক যুবতিদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির লক্ষে নানা ধরেনের প্রশিক্ষন প্রদান করে আসছে। দীর্ঘ তিন মাস প্রশিক্ষণ শেষে কম্পিউটার অফিস এপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন কোর্স দুটি সম্পন্ন করে ১১০জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন আইএসডিসিএম বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সোহেল আকতার খান, পেডরলোর ম্যানেজার ইঞ্জিনিয়ার আসগর আলী, মুন ফাউন্ডেশনের সভাপতি ফায়সাল মুন, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এ জলিল, বিশিষ্ট সমাজ সেবক তানভীর ছিদ্দিক, আইএসডিসিএম-চট্রগ্রামের প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান চট্টগ্রামের সহকারি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ওব্যাট থিংক ট্যাংক চট্রগ্রামের সভাপতি মো: ইমরান হোসেন, ওব্যাট আইটি সেন্টার সেগুনবাগানের প্রশিক্ষক ফাতেমা, মো: আরিফ , সাজিয়া পরভীন সহ ওব্যাট থিংক ট্যাংক চট্রগ্রামের সদস্য ফাহিম, তামিম, জুয়েল, নাসরিন, মিতু, আফরোজ, ওব্যাট আইটি সেন্টরের কোর্স সম্পন্নকারি প্রশিক্ষণার্থীবৃন্দ।

কোর্স শেষে সার্টিফিকেট পেয়ে শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করে বলেন, ওব্যাট আইটি সেন্টারের কারণে তাদের কম্পিউটার কোর্সটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। ওব্যাট কতৃপক্ষের কাছে তারা কৃতজ্ঞ। সার্বিক ব্যবস্থাপনায় সেচ্ছাসেবী দায়িত্ব পালন করে ওব্যাট থিংক ট্যাংক কর্ণফুলী চট্টগ্রাম এর সদস্যবৃন্দ।