শিক্ষা উপমন্ত্রী মোঃ মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজবাড়ী আওয়ামী লীগের নেতারা। উপমন্ত্রী বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিটে রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছালে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার মোঃ এম এম শাকিলুজ্জামান। আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ (রাজিব) ও বর্তমান সভাপতি মোঃ শাহিন শেখ।
