রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সামাজিক ও সাহিত্য সংগঠন, সরকারী দপ্তরের কর্মকর্তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জেলা আওয়ামী লীগের সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা বিএনপির পক্ষে সাবেক সংসদ আলী নৈওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম পৃথক দু’টি গ্রæপে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।