রাজবাড়ীতে মেয়র কাপ টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে রাজবাড়ী পৌরসভার আয়োজনে পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতুর সভাপতিত্বে উক্ত ক্রিকেট টুর্নমেন্টের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ি সরকারি আদর্শ মহিলা কলেজর অধ্যক্ষ দিলীপ কুমার কর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহবার, সদর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন প্রমূখ।