আশুলিয়ায় প্রায় আট শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ১৭ জানুয়ারি বিকেল পর্যন্ত বড় আশুলিয়া কাঠগড়া বাগবাড়ী ও তাজপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ শতাধিক বাসা বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও কিছু রাইজার জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাভার জোনের ব্যাবস্থাপক আবু সাদত মোঃ সায়েম সাংবাদিকদের বলেন এই এলাকায় আগেও গ্যাস লাইনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। দুস্কৃতকারীরা সাধারণ মানুষদের ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে তাদের পূনরায় বে-আইনী ভাবে গ্যাস সংযোগ দেয়। অবৈধ সংযোগের খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ লাইন বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেন। আশুলিয়া সার্কেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এসিল্যান্ড) মোঃ আনোয়ার হোসেন বিকেলে তাজপুরে গ্যাস বিচ্ছিন্নেরআভিযানে উপস্থিত হয়ে দুস্কৃতকারীদের সর্তক করে দিয়ে বলেছেন এরপর নিয়মের কোন ব্যতয় ঘটলে ক্ষমা না করে আইন গত ব্যাবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মোঃ সায়েম উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান সহ তিতাসের অরো কর্মকর্তা কর্মচারী। তিতাসের অভিযান চলাকালে আইনশৃক্সখলা-বাহিনীর অতিরিক্ত পুলিশ সদস্য সেখানে মোতায়েন ছিল।