শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা পালং থানা রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম ডালির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী হাবিবুর ডালি ও জসিম ডালি,সেলিম ডালি ও তার সন্ত্রাসী গ্রুপ এ হামলা চালায় বলে জানা গেছে।
সূত্রমতে, নৌকার প্রার্থীর ওপর হামলার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ প্রধানমন্ত্রীর ছবি এবং আওয়ামী লীগের অফিস ভাংচুর করা হয়। এ হামলার ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ ইকবাল হোসেন অপু রাত একটার দিকে সদর হাসপাতালে নৌকার প্রার্থী সিরাজুল ডালিকে দেখতে আসেন এবং উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় স্থানান্তর করেন। সংসদ জনাব ইকবাল হোসেন অপু সহ সমগ্র শরীয়তপুরবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি করেন সাধারণ এলাকাবাসী।