দেশ ব্যাপী বিএনপি জামাতের আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাধে অবস্থান কর্মসূচি পালন করেছে নোয়াখালী হাতিয়া উপজেলা যুবলীগ। শুক্রবার সকালে উপজেলা পরিষদের পাশে প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা যুবলীগের সদস্য জিল্লুর রহমান ও আমিনুল হক ইকবালের নেতৃত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক জাহেদ উদ্দিন, সদস্য আব্দুস সহিদ, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি বাহার উদ্দিন ,সাধারন সম্পাদক মো: ইউনুছসহ প্রায় দুই শাতাধিক যুবলীগ কর্মী।
অবস্থান কর্মসূচির বিষয়ে জেলা যুবলীগ সদস্য জিল্লুর রহমান বলেন, সারা দেশে আজ বিএনপি জামাতের প্রতিবাধ মিছিল এর কর্মসূচি রয়েছে। এতে তারা যেন মানুষের জানমালের কোন ক্ষতি করতে না পারে সে জন্য এই অবস্থান কর্মসূচি পালন করা। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত যুবলীগ কর্মীরা রাস্তায় অবস্থান করবে।