আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মেয়র প্রার্থী আমিরুজ্জামান পিয়ালয়ের সমর্থণে দিনব্যাপী নগরজুড়ে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সিটির বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা ১৪ নং ও ২৮নং ওয়ার্ডে (টার্মিনাল, গোলাগঞ্জ আনসারীর মোড়) অনুষ্ঠিত হয়। এসব নির্বাজনী পথসভায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এসব পথসভায় উপস্থিত ছিলেন রংপুর মহানগর শাখা সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ জিহাদীসহ ইসলামী আন্দোলন রংপুর মহানগর নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলন নগর ও জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।

এসব পথসভায় নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সিটি গঠনে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। তারা বলেন, অতীতে যারা নগরবাসীকে ভাল কিছু দিতে ব্যর্থ হয়েছে। নাগরিক সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে বয়কট করে আল্লাহভীরু নেতা নির্বাচিত করার আহ্বান জানান।