বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ আজ সশরীরে পদত্যাগ পত্র হস্তান্তর করবেন। সকাল ১১ টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগ পত্র হস্তান্তর করবেন বলে বিএনপির মিডিয়া বিভাগের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন। পরে সকাল সাড়ে ১১ টায় সংসদের দক্ষিণ প্লাজা গেইট সংলগ্ন স্হানে তিনি প্রেস ব্রিফিং করবেন বলেও শায়রুল জানান।
এর আগে গত ১০ ডিসেম্বর বিভাগীয় গণসমাবেশ থেকে বিভিন্ন অভিযোগ তুলে ধরে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির এমপিরা। পরদিন সশরীরে সংসদের স্পিকারের কাছে ৫জনসহ ৭ জনের পদত্যাগপত্র জমা দেয়া হয়। তবে একজন অসুস্থ্য ও আরেকজন বিদেশে থাকায় তাদেরগুলো বাদে ৫ জনের পদত্যাগপত্র গ্রহণ করে ওইসব আসন শূন্য ঘোষণা করা হয়। এসব আসনে এরইমধ্যে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।