শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিএনপির এমপিরা আজ সংসদে পদত্যাগ পত্র হস্তান্তর করবেন

    নিজস্ব প্রতিবেদক

    ১১ ডিসেম্বর, ২০২২ ০৭:৩৯ পূর্বাহ্ন

    বিএনপির এমপিরা আজ সংসদে পদত্যাগ পত্র হস্তান্তর করবেন

    দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেয়ার পরদিন আজ রোববার জাতীয় সংসদে গিয়ে স্বশরীরে স্পিকার দপ্তরে পদত্যাগপত্র হস্তান্তর করবেন বিএনপির এমপিরা। সকাল ১১ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা গেট দিয়ে তারা সংসদে প্রবেশ করবেন বলে দলের মিডিয়া সেল সূত্র জানিয়েছে।

    এর আগে শনিবার দলের বহুল আলোচিত ঢাকা বিভাগীয় গণসমাবেশের মধ্য দিয়ে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্যের সবাই। দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তারা পদত্যাগপত্র ই-মেইলে জাতীয় সংসদে পাঠিয়ে দিয়েছেন বলে জানান।

    রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত সমাবেশে দেয়া বক্তব্যে সংসদ সদস্যরা নিজেই এখবর জানান। এই পদত্যাগের মধ্য দিয়ে বিএনপির সরকারবিরোধী আন্দোলনের চুড়ান্ত মাত্রা প্রকাশ পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    ঢাকার সমাবেশে বিএনপির সাত সংসদ সদস্যের জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘটনা ছিল সবচেয়ে বড় আলোচিত বিষয়। একাদশ জাতীয় সংসদে ৩৫০ আসনের মধ্যে বিএনপির নির্বাচিত সাতজন সংসদ সদস্য হলেন উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

    এদের মধ্যে হারুন বিদেশে রয়েছেন। তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে পাঠিয়েছেন বলে জানানো হয়। অন্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সমাবেশ মঞ্চে পাঁচজন উপস্থিত ছিলেন। আরেকজন অসুস্থ বলে জানা গেছে।

    ২০১৮ সালের নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে ভোটে অংশ নিয়েছিল। সেই নির্বাচনে বিএনপির ছয়জন বিজয়ী হন, পরে সংরক্ষিত নারী আসনের একটি পায় দলটি।

    নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে শুরুতে বিএনপি জানিয়েছিল, তারা সংসদে যাবে না। পরে সিদ্ধান্ত বদলে শপথ নেন দলটির সংসদ সদস্যরা। চার বছর পর সরকারবিরোধী আন্দোলনের মধ্যে সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল দলটি।

    পদত্যাগের কথা জানিয়ে গোলাপবাগ মাঠের সমাবেশে রুমিন ফারহানা বলেন, আমরা সাতজন এমপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেছি। এ সরকারের অবৈধ পার্লামেন্টে আমরা আর সংসদে থাকতে পারি না। বিদেশে থাকা হারুন বাদে আর সবাই সমাবেশে বক্তৃতা দিতে দাঁড়িয়ে একে একে নিজের পদত্যাগের কথা জানান।

    রুমিন বলেন, আমাদের একজন হারুন অর রশীদ ৭ বার এমপি ছিলেন। বিদেশে থাকায় এ সমাবেশে নেই। উনি পদত্যাগপত্রে সই করে গেছেন। উনি আপনাদের সবার কাছে উনি অনুরোধ জানিয়েছেন, দলের সকল কর্মকান্ডের সঙ্গে আছেন। আমাদের সবার পদত্যাগপত্র অলরেডি ই-মেইলে (স্পিকারের কাছে) পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল (রোববার) হাতে হাতে সংসদে পৌঁছে দেব।

    সংসদে যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দলের সিদ্ধান্তে আমরা, বিশেষ করে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটি একমত হয়ে আমাদেরকে সংসদে পাঠায়। আমরা বলেছিলাম, যতটুকু সংসদে স্পেস পাই, ততটুকুর সদ্ব্যবহারের চেষ্টা করব।
    এখন অবস্থান বদলের কারণ ব্যাখ্যা করে রুমিন বলেন, আপনারা দেখেছেন, আমি দাঁড়ালে মাইক বন্ধ করে দেওয়া হয়, কথা বলতে দেওয়া হয় না। যখন আমি আপনাদের কথা, জনগণের কথা বলতে চেয়েছি, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। তাই এ সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এ স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকার, যারা ভোটে সংসদে আসেনি, যারা গুম- খুনের সঙ্গে জড়িত, নিপীড়ন-নির্যাতন করেছে, জনগণের দুর্ভোগ কমাতে পারেনি। সে কারণে আমরা সংসদ থেকে পদত্যাগ করছি।

    এসময় জাতীয় পার্টির সংসদ সদস্যদের জাতীয় সংসদ থেকে পদত্যাগের আহবান জানানো হয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আমাদের সাতজন এমপি পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির সংসদ সদস্যদের বলবো আপনারাও পদত্যাগ করুন। পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসুন।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ১১ ডিসেম্বর, ২০২২ ০৭:৩৯ পূর্বাহ্ন

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ১১ ডিসেম্বর, ২০২২ ০৭:৩৯ পূর্বাহ্ন