ভোলার চরফ্যাশসনে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তৃতা দেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা পুলিশ বিভাগের সাবেক গোযেন্দা বিভাগের সহকারি পরিচালক বিএনপির আমলে চাকরিচ্যুত হওয়া বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম আজাদ শরিফ।
অনুষ্ঠানে তিনি আবেগজুড়ে বলেন, জাতির উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান অসীম। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি স্বাধীনতা বিরোধীরা। এখন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশপ্রেমী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন। মুক্তিযোদ্ধারা তাদের পুনর্বাসনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণকাজ বাস্তবায়নের দাবি জানান।
বেলা ১১টায় ব্রজগোপাল টাউন হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। নির্বাহি কর্মকর্তা আল- নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি সহকারি কমিশনার(ভূমি) আবু আবদুল্লাহ খান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র মোঃ মোরশেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ,আবুল হাসেম মিয়া।
পরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসন থেকে উন্নতমানের খাবার ও উপহার সামগ্রী দেয়া হয়। যুদ্ধাহত মুক্তিযুদ্ধাদের প্রতি বছর এই দিনে স্বরণ করে তাদের জীবন যাপনসহ সার্বিক ব্যবস্থা নিশ্চিত করে থাকে।