শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে সরকারগুলো বারবার ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ নভেম্বর, ২০২২ ১১:০৮ অপরাহ্ন

    স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে সরকারগুলো বারবার ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর ধরে ক্ষমতাসীন যারা ছিল বা আছে তাদের সবাই স্বাধীনতার মূল লক্ষ্য  বাস্তবায়নে বারবার ব্যর্থ হয়েছে।

    আজ শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক চরমোনাই মাহফিল স্টেজে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন পীর সাহেব চরমোনাই।

    পীর সাহেব চরমোনাই আরো বলেন, যারা জনগণের ভাষা বুঝতে পারেনা তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

    ওলামা মাশায়েখ সম্মেলনে উপস্থিত ওলামায়ে কিরামগণ পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে আগামীদিনে ইসলামী শক্তিকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার দীপ্ত শপথ নেন। এসময় তাঁরা দেশের সকল ওলামায়ে কিরামকে দেশ ও জাতির জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

    ওলামা সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামে আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব  অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা এবং লক্ষীপুর চর কাদিরাবাদ ইউপি চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সৌদি আরবের বিশিষ্ট দায়ী শায়খ হাসান বিন কাসেম আল মক্কী হাফিযাহুল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. একেএম ইয়াকুব হোসাইন, ছারছীনা দরবারের ছোট হুজুর শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ, এবি পার্টির যুগ্ম মহাসচিব মেজর অব. অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শাহ আহমদ দিদার কাসেমী, টিকাটুলি বড় মসজিদের খতীব মুফতী মহিউদ্দিন আশরাফী, বরিশাল নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, পটুয়াখালী আমরাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (যিনি আজই দলের আমীরের হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেন), ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা গোলাম মোস্তফা, মাগুরা সদর শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী ওসমান গনি মুছাপুরী, বরিশাল সদর জাগুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতী হেদায়েতুল্লাহ খান আজাদী, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সহ জাতীয় ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

    এছাড়াও আজ সকালে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীনের সভাপতিত্বে যুব জমায়েত এবং বিকেলে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের জমায়েত অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, ২৮ ডিসেম্বর'২২ ইং সোমবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাইর তিনদিন ব্যাপী মাহফিল সমাপ্ত হবে।

    মাহফিলের ৩য় দিন সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ২৬ নভেম্বর, ২০২২ ১১:০৮ অপরাহ্ন