ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর পৃষ্ঠপোষকতায় ‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২’ এর চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই এবং রানার্সআপ জাগো নিউজ।
আজ ১৭ নভেম্বর দুপুরে শহীদ ক্যাপ্টেন এম. মুনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চ্যানেল আই ৩-১ গোলে জাগো নিউজকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা তুলে নেয়। চ্যানেল আইয়ের স্টাইকার সাইফুল ইসলাম জুয়েল এবং রাহুল কান্তি রায়ের কারিশমায় বড় জয়ের দেখা পায় অধিনায়ক তারিকুল ইসলাম মাসুমের চ্যানেল আই। জাগো নিউজের হয়ে একমাত্র গোলটি করেন সাঈদ শিপন।
টুর্নামেন্টের ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন সাইফুল ইসলাম জুয়েল (চ্যানেল আই)। টুর্নামেন্টের সেরা স্কোরার নির্বাচিত হন হাসনাত শাহীন (৭) ডেইলী স্টার। নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যানেল আইয়ের রাহুল কান্তি রায় (হ্যাট্রিকসহ ৮ গোল)।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলে সাবেক ফুটবলার মোহাম্মদ কায়সার হামিদ ও নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় চ্যানেল আই ও এখন টেলিভিশন। সেমিতে চ্যানেল আই ৩-০ গোলের বড় ব্যবধানে বড় ব্যবধানে পরাজিত করে এখন টেলিভিশনকে। দলের হয়ে হ্যাট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাহুল কান্তি রায়।
দ্বিতীয় সেমিতে জাগো নিউজ ১-০ গেলে পরাজিত করে ডেইলি স্টারকে। দলের হয়ে একমাত্র গোলটি করেন শফিক কলিম। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শফিক কলিম।
সকালে প্রথম কোয়ার্টার ফাইনালে জাগোনিউজ ২-০ গোলে বিজনেস স্ট্যান্ডার্ডকে হারায়। দলের দুটি গোল আসে সাঈদ শিপন ও মনিরুজ্জামান উজ্জ্বলের বুট থেকে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মনিরুজ্জামান উজ্জ্বল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এখন টিভি টাইব্রেকারে ৩-১ গোলে এটিএন বাংলাকে পরাজিত করে সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তুষার আব্দুল্লাহ। দিনের তৃতীয় সেমিফাইনালে ডেইলি স্টার ১-০ গোলে জিটিভিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। দলের হয়ে একমাত্র গোল করে হাসনাত শাহীন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অপরদিকে কোয়ার্টার ফাইনালে অপর ম্যাচে নির্ধারিত সময়ে ইনকিলাব মাঠে না আসায় চ্যানেল আই ওয়াকওভার লাভ করে সেমিফাইনালে উঠে যায়।

ফাইনালে আরো উপস্থিত ছিলেন; ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ।
ডিআরইউ’র সাবেক সভাপতি মুরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম এবং কবির আহমেদ খানও উপস্থিত ছিলেন।