দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজান নাজমুল হুদা ফয়সালরা। গোলের জন্য কী না করছে বাংলাদেশ! বল পজেশন ধরে রাখা, দারুণ পাসিং ফুটবল খেলা; তারপরও কাঙ্ক্ষিত গোলের দেখাই মিলছিল না।
অবশেষে ম্যাচের অন্তীম মুহূর্তে দুর্দান্ত গোলে সমতায় ফেরে বাংলাদেশের যুবারা। কিন্তু টাইব্রেকারে হতাশ করেছেন ইকরামুল, আজমরা। তাতে আরেকটি সাফে হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে লাল সবুজের জার্সিধারীদের।
শ্রীলঙ্কার কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আজকের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ ব্যবধানে।
২-১ গোলে প্রথমার্ধে পিছিয়ে থাকার পর যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে বাংলাদেশকে সমতায় ফেরান ইহসান হাবিব রিদুয়ান। বাংলাদেশের হয়ে অন্য গোলটি মোহাম্মদ মানিকের।
২০২৩ সালেও ভুটানে হওয়া অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। পরের বছর অনূর্ধ্ব-১৭ সাফের আসর বসে ভুটানে।
সেবারের ফাইনালেও ভারতের বিপক্ষে একই ব্যবধানে হেরে যায় লাল সবুজের ছেলেরা। সেই ভারতের বিপক্ষে আরও একটি ফাইনালে হার দেখল লাল সবুজেরা।