মুজিব বর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে আগ্রহ সৃস্টির জন্য ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড)-এর পক্ষ হতে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজকে উপহার স্বরূপ প্রদত্ত পাচঁ কিলোওয়াট পিক অন গ্রীড সোলার সিষ্টেমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) প্রকৌশলী বিকাশ দেওয়ান এই সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগানে হাইস্কুল শিক্ষার্থীদের উপহার দিচ্ছে ডিপিডিসি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ ডিপিডিসি’র নির্বাহী পরিচালক (অর্থ) মোঃ গোলাম মোস্তফা, নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডি সভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের গভনিংবডি সদস্য ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ডিপিডিসি নির্বাহী পরিচালক (আইসিটি এন্ড প্রকিউরমেন্ট) আব্দুল্লাহ নোমান।
