ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর পৃষ্ঠপোষকতায় ‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২’ এর চতুর্থ দিনে জয় পেয়েছে জাগোনিউজ, এটিএন বাংলা, চ্যানেল আই, এখন টিভি, ডেইলি স্টার, ইনকিলাব, জিটিভি ও বিজনেস স্ট্যান্ডার্ড।
বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাগোনিউজ ৩-০ গোলে বাংলাভিশনকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অতিথি খেলোয়াড় শফিক কলিম। দ্বিতীয় ম্যাচে এটিএন বাংলা ১-০ গোলে কালবেলাকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন কামরুজ্জামান রাজিব। তৃতীয় ম্যাচে চ্যানেল আই টাইব্রেকারে ৩-২ গোলে আমাদের সময়কে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ম্যাচ সেরা হয়েছেন তারিকুল ইসলাম মাসুম। চতুর্থ ম্যাচে এখন টিভি ১-০ গোলে বাংলাদেশ টেলিভিশনকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অতিথি খেলোয়াড় মাকসুদুল হাসান। পঞ্চম ম্যাচে ডেইলি স্টার ১-০ আরটিভিকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন রাফিউল ইসলাম। ষষ্ঠ ম্যাচে ইনকিলাব ৩-২ গোলে রাইজিংবিডিকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফারুক হোসাইন। সপ্তম ম্যাচে জিটিভির কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় গত মৌসুমের চ্যাম্পিয়ন একাত্তর টিভি। ম্যাচ সেরা হয়েছেন এম এম সেকান্দার। অষ্টম ম্যাচে এখন টিভি ও ঢাকা পোস্টের খেলা টাইব্রেকারে নিস্পত্তি না হওয়ায় টসের মাধ্যমে জয়লাভ করে এখন টিভি। দিনের শেষ ম্যাচে টাইব্রেকার বিজনেস স্ট্যান্ডার্ড ৩-২ গোলে এটিএন নিউজকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রফিকুল ইসলাম।
অপরদিকে নির্ধারিত সময়ে মানবজমিন মাঠে না আসায় ওয়াকওভার পায় এটিএন নিউজ।
চতুর্থ দিনের খেলায় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু। টুর্নামেন্টের তত্ত¡াবধানে আছেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ও কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ। ডিআরইউ’র সাবেক সভাপতি মুরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল) ও ক্রীড়া উপ-কমটির সদস্য মো. রকিবুল ইসলাম মানিক।
বৃহস্পতিবার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।