নোয়াখালী হাতিয়ায় অবৈধ কারেন্ট জাল সহ নাহিদ উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ। শুক্রবার সকালে আটক নাহিদকে জব্দ করা জালসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইন অনুযায়ী নৌ-পুলিশ বাদী হয়ে মামলা করেন।
আটক নাহিদ হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছায়াবীতি গুচ্ছ গ্রামের মো: নুরু ইসলামের ছেলে।
নিঝুমদ্বীপ নৌ-পুলিশ জানায়, গোপনসংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে নৌ-পুলিশের একটি টিম। এসময় নিঝুমদ্বীপের নামার বাজার নাহিদের দোকানে তল্লাশী করে ৮০ হাজার মিটার কারেন্ট জাল পাওয়া যায়।
পরে দোকানের মালিক নাহিদকে আটক করে পুলিশ ফঁাড়িতে নিয়ে আসা হয়। নাহিদ দীর্ঘদিন থেকে অবৈধ এই কারেন্ট জালের ব্যবসা করে আসছে বলে জানান নৌ-পুলিশ।
স্থানীয়রা জানান, নাহিদের দোকান থেকে জব্দ করা জালের মূল্য হবে প্রায় ৪লাখ ৮০ হাজার টাকা।
এব্যাপারে নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফঁাড়ির ইনচার্জ মো: কাইছার মাতাব্বর বলেন, নাহিদকে আটক করে থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইন অনুযায়ী নৌ-পুলিশ বাদী হয়ে মামলা করেন। নৌ-পুলিশ দীর্ঘদিন থেকে নদীতে অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে।