চট্টগ্রাম মহানগরের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে অবস্থিত ওব্যাট জুনিয়র হাই স্কুল-সেগুনবাগানে সেন্ট্রাল লায়ন্স ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অব চিটাগং এর উদ্যোগে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষা কর্মসূচি সম্পন্ন হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসডিসিএম-চট্রগ্রাম এর প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, স্কুল সুপারভাইজার মো: মনজুর আলী ও প্রধান শিক্ষিকা রাজিয়া পারভীন।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ওব্যাট জুনিয়র হাই স্কুল-সেগুনবাগানের সহকারি প্রধান শিক্ষক ও ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপ-চট্রগ্রাম 'র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ওব্যাট জুনিয়র হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
১২০জন শিক্ষার্থী তাদের চক্ষু ও রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে খুবই আনন্দিত। সেন্ট্রাল লিও ক্লাব অব চিটাগং এর সভাপতি লিও আসিফুল আলমের নেতৃত্বে একটি টিম সার্বিক কর্মকান্ড সম্পন্ন করে। লিও তোহিদ, লিও আশিক, লিও রায়হান ও লিও শামিম উপস্থিত ছিলেন।