গত ১৬ থেকৈ ২৩ অক্টোবর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল খেলায় ২৪ পদাতিক ডিভিশন ২৮-১৭ পয়েন্টে ১০ পদাতিক ডিভিশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। উল্লেখ্য, প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্যের জন্য ইউপি সার্জেন্ট আব্দুল মোমিন, ২৪ পদাতিক ডিভিশন সার্বিকভাবে শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ইউপি ল্যান্স কর্পোরাল বায়েজীদ বোস্তামী, ১০ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন