নসরুল হামিদ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।
শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় শেষপর্যন্ত ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কোন্ডাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শুভাঢ্যা ইউনিয়ন।
এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড়কে অভিনন্দন জানান। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে কেরানীগঞ্জের ফুটবলে যে জোয়ার শুরু হলো সেটাকে নিয়মিত আয়োজনের মধ্যে দিয়ে প্রতিটি ঘরে ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাঁচটি ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ে নসরুল হামিদ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
উপজেলার কোন্ডা ইউনিয়নের জাজিরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২১দিন ব্যাপি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।