ভোলার চরফ্যাসনে মহিলা বিষক অধিদপ্তর ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারী জাগরণের নেত্রী বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ অনুষ্ঠানে পাঁচ জয়িতা নারিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, সমসাময়িক সময়ে নারীর অধিকার, নারীর শিক্ষা, সামাজিক মর্যাদা, সহ বিভিন্ন ভাবে নারী জাগরণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ থেকে র্যালী বের হয়ে শহরে প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলার কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক রাশিদা বেগমের সঞ্চালনায় ও মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার,ওসি তদন্ত রিপন চন্দ্র সাহা, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জলবায়ু ফোরাম সভাপতি এম আবু সিদ্দিক, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাসন শাখার সভাপতি মনির আসলামী।

সভায় উপস্থিত হয়ে আলোচনায় আরও বক্তব্য দেন পরিবার উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক জহিরুল হক নান্টু, এছাড়াও শিক্ষক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন৷
বক্তরা বলেন, বেগম রোকেয়া ছিলেন মহসী নারী। নারী সমাজকে জাগ্রত করতে তিনি বদ্ধ পরিকর ছিলেন। আজ তার ৮৬তম মৃতুবার্ষিকী। বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবান্দর গ্রামের জম্ম গ্রহণ করেন। পরে ৫জন জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। তারা হলেন সামছুন্নাহার, খালেদা বেগম, ইয়ানুর বেগম, আরজু বেগম ও শামিমা আক্তার লাইজু।