বিএনপি'র চলমান রাজনৈতিক সংলাপের দ্বিতীয় পর্বে (৩ অক্টোবর) সোমবার এলডিপি নেতাদের সঙ্গে সংলাপ করেছেন বিএনপি নেতারা।
রাত ৮ টা মহাখালী ডিওএইচএসে অলি আহমদ-এর বাসায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলের স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন। অন্যদিকে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্ণেল (অবঃ) ডক্টর অলি আহমদের বীর বিক্রমের নেতৃত্বে দলটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ নুরুল আলম, প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বসির, প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গ জেব বেলাল, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মাহবুব মোর্শেদ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার দুপরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বিএনপি মহাসচিবসহ দলটির নেতারা।