প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে "শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট - ২০২২" এর ফাইনাল খেলা শুক্রবার বিকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে অনুষ্ঠিত হয়েছে । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ।
এসময় তিনি বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত দেশ উপহার দিয়ে চলেছেন। দেশে কোন জঙ্গীবাদের স্থান নেই। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার।
"শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট - ২০২২" পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ বছর পুজায় সর্ব্বোচ নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। আমি যখন লালমোহনে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এর উপ-নির্বাচনে প্রথম এসেছিলাম তখন যা জানতে পেরেছিলাম ভোলা সন্ত্রাসের জনপদ ছিল, আজ এ অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি বলে দেয় ভোলা আজ শান্তির জনপদে রুপান্তরিত হয়েছে। আর এর রুপকার হলেন এমপি শাওন।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি পল্লব কুমার হাজরার সভাপতিত্বে খেলায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক( ডিআইজি) এস এম মোঃ আকতারুজ্জামান, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই - লাহী চৌধুরী, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম), লালমোহন উপজেলা চেয়াম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর ২০২২ শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ধলীগৌর নগর ইউনিয়ন একাদশ ও কালমা ইউনিয়ন একাদশ। খেলায় ৩-২ গোলে ধলীগৌর নগড় ইউনিয়ন একাদশ চ্যাপ্মিয়ন ও কালমা ইউনিয়ন একাদশ রানার্সআপ হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন ও লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আহাদুল ইসলাম সুজন।