বাংলাদেশ আক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ-এর নেতৃত্বে কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বুধবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় জাতির পিতা স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ ২য় মেয়াদে আগামী ৪ বছরের জন্য কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগলাভ করেছেন।

এর আগে বুধবার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ ২য় মেয়াদে আগামী ৪ বছর দায়িত্ব পালনের জন্য কাউন্সিলে যোগদান উপলক্ষে এক অনানুষ্ঠানিক সভা আয়োজন করা হয়। সভায় কাউন্সিলের পূর্ণকালীন সদস্যবৃন্দ ও সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
নবযোগদানকৃত চেয়ারম্যান উপস্থিত সকলকে দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে আক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকার কথা মাথায় রেখে আন্তরিকতার সাথেপূর্ণ উদ্যমে কাজ করবার আহ্বান জানান